টবে আনারস চাষ করার কৌশল

100_3953fruits-you-can-grow-in-the-konkan-19-638bigstock-Pineapple-9923915photo-1Pineapple.Willsfca.Flickrpina1-684x1024

কোনো ঝামেলা ছাড়াই আপনি টবের মধ্যে আনারস চাষ করতে পারেন । আপনি আপনার বাড়ির বারান্দায় এমন কি ড্রইং রুমে আনারসের টবটাকে সোপিস হিসেবে বা ঘর সাজানোর বস্তু হিসেবে রাখতে পারেন ।

আনারস খেয়ে পাতাটা তো আমরা ফেলেই দেই, তাইনা? আপনি এই ফেলনা পাতা থেকেই নতুন আনারস গাছ পেতে পারেন । এমনকি সেই আনারস গাছে ধরবে নতুন আরেকটি আনারস!

তেমন কোনও যত্ন ছাড়াই আনারসের ফেলনা পাতা থেকে আনারস গাছ বোনা যায়। ফল ধরার পাশাপাশি ঘর সাজাতেও ব্যবহার করতে পারবেন আনারস গাছ। আসুন জেনে নেয়া যাক পদ্ধতিটি।

  • -প্রথমে একটি আনারসের থেকে ১ ইঞ্চি পরিমাণ আনারস সহ মাথার পাতা কেটে আলাদা করে রাখুন।
  • -এই কাটা অংশটি পানিতে ভিজিয়ে রাখুন। মাঝে মাঝে পানি বদলে দিন। সপ্তাহ দুয়েক পর দেখবেন কাটা অংশ থেকে শিকড়ের মত বের হয়েছে।
  • -এবার একটি টবে গোবর সার ও মাটি মিশিয়ে নিন।
  • -মাটিতে সামান্য গর্ত করুন।
  • -আনারসের পাতার সঙ্গে থাকা ফলটুকু ঢুকিয়ে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিন।
  • -এবার আর কোনও যত্ন না করলেও চলবে। আনারস গাছের জন্য তেমন কোনো খাটুনী করতে হয়না। দুই দিন -দিন পর পর টবে পানি দিলেই গাছ ভালো থাকবে।
  • – আনারস গাছ ধীর গতিতে বৃদ্ধি পায়। একটি আনারস গাছে ফল ধরতে প্রায় দেড় বছর লাগতে পারে ।